মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, উজ্জ্বলা প্রকল্পের অধীনে ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২০০ রুপি কমবে। অবশ্য গত বছরই এ বিষয়ে জানানো হয়েছিল। উজ্জ্বলা প্রকল্পের অধীনে ভারত সরকার ইতোমধ্যেই ২০০ রুপি ভর্তুকি দিচ্ছে। এখন তা বাড়িয়ে ৪০০ রুপি করা হলো। এর ফলে সরকারি কোষাগার থেকে খরচ হবে সাড়ে সাত হাজার কোটি রুপি।
উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা বছরে মোট ১২টি এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেতে পারেন। প্রধানমন্ত্রী মোদি ২০১৬ সালে এই প্রকল্প শুরু করেন। এর আওতায় ভারত সরকার দারিদ্র্যসীমার নিচে (বিপিএল) বসবাসকারী পরিবারগুলোকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেয়। বৈঠকে এই প্রকল্পের অধীনে চলতি বছর ৭৫ লাখ নতুন এলপিজি সংযোগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী অনুরাগ ঠাকুর।
উল্লেখ্য, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামের বিধানসভা নির্বাচনের আগে এলপিজি সিলিন্ডারের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হলো। চলতি বছরের শেষের দিকে এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের শুরুতে হবে লোকসভা নির্বাচন।
অর্থসংবাদ/এমআই