সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির শেয়ারদর কমেছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবস বুধবার রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ৬৯ টাকা ৬০ পয়সা। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা বা ২ দশমিক ৮৭ শতাংশ।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ারদর কমেছে ২ দশমিক ৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ারদর ২ দশমিক ৪২ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফাইন্যান্সিং, আরামিট সিমেন্ট, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং লিবরা ইনফিউশন।
অর্থসংবাদ/এসএম