ব্যাংক ঋণে বেড়েছে গড় সুদহার

ব্যাংক ঋণে বেড়েছে গড় সুদহার
ব্যাংক ঋণে এখন আর নয়-ছয়ের সীমাবদ্ধতা নেই। চলতি মুদ্রানীতিতে নির্দিষ্ট সুদহার তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাতে প্রতিটি ব্যাংকে ঋণ বিতরণে সুদহার আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। গত জুলাইয়ে ঋণের গড় সুদহার বেড়ে ৭ দশমিক ৭৫ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস শেষে ৭ দশমিক ৩১ শতাংশ ছিল। একই মাসে আমানতের সুদ সামান্য বেড়ে গড়ে ৪ দশমিক ৪৬ শতাংশ হয়েছে। আগের মাস শেষে যা ৪ দশমিক ৩৮ শতাংশ ছিল।

আমানতের তুলনায় ঋণের সুদ বেশি বৃদ্ধির ফলে ব্যাংকের মার্জিন বেড়েছে। গত জুলাইয়ে ঋণ-আমানতে সুদের হারের ব্যবধান (স্প্রেড) দাঁড়িয়েছে ৩ দশমিক ২৯ শতাংশ, আগের মাস শেষে যা ২ দশমিক ৯৩ শতাংশ ছিল।

ব্যবসায়ীদের দাবি মেনে ২০২০ সালের এপ্রিল থেকে ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহারের সীমা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের শর্তের কারণে গত ১ জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু হয়েছে। এখন ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহারের (স্মার্ট) সঙ্গে ৩ শতাংশ যোগ করে সুদহার নির্ধারণ করবে ব্যাংকগুলো। আগস্টের স্মার্ট দাঁড়িয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। জুলাইয়ে যা ৭ দশমিক ১০ শতাংশ ছিল।

গত বছরের জুলাই শেষে আমানতের গড় সুদহার ছিল ৪ দশমিক শূন্য ৪ শতাংশ। এর বিপরীতে গড়ে ৭ দশমিক শূন্য ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। এতে স্প্রেড দাঁড়ায় ৩ দশমিক শূন্য ৫ শতাংশ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি