চীনা মুদ্রা ডলারের বিপরীতে ১ পয়েন্ট দরপতন হয়ে ৭ দশমিক ৩২৯৪-তে পৌঁছেছে। এমন অবমূল্যায়ন সর্বশেষ ২০০৭ সালে দেখা গিয়েছিল।
চলতি সপ্তাহে ইউয়ানের মান আরো কমেছে। গ্রিনব্যাকের বিপরীতে ইউয়ানের মান ৭ দশমিক ৩৫১০ পয়েন্ট অবমূল্যায়ন হয়েছে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুদহার বিস্তৃত ব্যবধান স্লাইডকে চালিত করার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ট্রেজারিদের দেয়া আরো আকর্ষণীয় রিটার্ন চীনা বাজার থেকে অর্থকে দূরে সরিয়ে দেয়।
অর্থসংবাদ/এমআই