বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার মোট ব্যয়ের প্রায় ১৬ দশমিক ৯২ শতাংশ। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে ব্যবহার হয়েছে ১৩ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া সৌদি আরবে ১১ দশমিক ৪২, থাইল্যান্ডে ৯ দশমিক ২২, সিঙ্গাপুরে ৭ দশমিক ৭১, যুক্তরাজ্যে ৬ দশমিক ৯২, সংযুক্ত আরব আমিরাতে ৬ দশমিক ১১, কানাডায় ৫ দশমিক ৩১, মালয়েশিয়ায় ৪ দশমিক ৪৮, নেদারল্যান্ডসে ২ দশমিক ৩৫, আয়ারল্যান্ডে ২ দশমিক ৩৫, অস্ট্রেলিয়ায় ২ দশমিক ৩৩ শতাংশ এবং অন্যান্য দেশে ১১ দশমিক ৪৪ শতাংশ খরচ হয়েছে।
ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোরে, যা মোট লেনদেনের ৩০ দশমিক ৮২ শতাংশ। ১৫ দশমিক ৬২ শতাংশ লেনদেন হয়েছে খুচরা আউটলেট পরিষেবায়। ওষুধ ও ফার্মেসিতে ১১ দশমিক ৯৩, পোশাক কেনাকাটায় ৯ দশমিক ৪৬, পরিবহন খাতে ৭ দশমিক ৮৪ এবং নগদ অর্থ উত্তোলনে ৭ দশমিক ৮৪ শতাংশ খরচ হয়েছে।
জুলাই মাসে দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। যা মোট লেনদেনের প্রায় ২৪ দশমিক ৮৭ শতাংশ। এর পরেই রয়েছেন যুক্তরাজ্যের নাগরিকরা, ক্রেডিট কার্ডে তাদের লেনদেনের পরিমাণ ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। এছাড়া ভারতীয়রা ১০ দশমিক ১৪, জাপানিজ ৪ দশমিক ১৫, হংকংয়ের ৩ দশমিক ৬৫ এবং কানাডীয়রা ৩ দশমিক ৫৭ শতাংশ খরচ করেছেন।
অর্থসংবাদ/এমআই