প্রবৃদ্ধি ধরে রেখেছে ভারতের পরিষেবা খাত

প্রবৃদ্ধি ধরে রেখেছে ভারতের পরিষেবা খাত
ভারতের পরিষেবা খাতে চলতি বছরের সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবালের প্রতিবেদন অনুযায়ী, দেশটির পরিষেবা খাতে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৬১ পয়েন্টে, যা আগস্টে ছিল ৬০ দশমিক ১ পয়েন্ট। পরিষেবা খাতের এ সম্প্রসারণ এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতিটির জন্য অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। খবর দ্য হিন্দু।

ভারতের পরিষেবা খাতের সম্প্রসারণ এর আগে দেয়া রয়টার্সের পূর্বাভাসকে অতিক্রম করে গেছে। রয়টার্সের পূর্বাভাস করা পিএমআই ছিল ৫৯ দশমিক ৫ পয়েন্ট। পিএমআই ৫০ পয়েন্টের ওপরে থাকলে পরিষেবা কার্যক্রম সম্প্রসারণ ও নিচে থাকলে সংকোচন বোঝায়। নতুন কার্যাদেশ, উৎপাদন, কর্মসংস্থান, সরবরাহকারীদের ডেলিভারির সময় ও স্টক লেনদেন পর্যালোচনার মাধ্যমে এটি পরিমাপ করা হয়।

এসঅ্যান্ডপি গ্লোবালের অর্থনীতিবিদ পোলিয়ান্না ডি লিমা বলেন, ‘‌ভারতের অর্থনীতির জন্য সর্বশেষ পিএমআই সূচক ইতিবাচক। সেপ্টেম্বরে ব্যবসায়িক কার্যক্রম বেড়েছে উল্লেখযোগ্য মাত্রায়। দেশের অভ্যন্তরে চাহিদা ছিল শক্তিশালী। এশিয়া, ইউরো ও উত্তর আমেরিকায় কোম্পানিগুলোর বিক্রিও বেড়েছে।’

এদিকে খাতটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টির হারও ছিল উল্লেখযোগ্য। টানা ১৬ মাস ধরে প্রতিষ্ঠানগুলো নিয়োগের ঊর্ধ্বমুখী গতি অব্যাহত রেখেছে। ভোক্তারা খরচ করতে আগ্রহী হয়ে উঠছেন। পরিষেবা খাতে মূল্যস্ফীতি ছিল অন্যান্য খাতের তুলনায় কম। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে, মূল্যস্ফীতি ক্রমেই নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। তার পরও ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) পূর্বাভাস দিয়েছে আগামী বছর এপ্রিল পর্যন্ত সুদহার বর্তমান অবস্থানেই রাখা হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না