ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্য থেকে আগত পর্যটকদের জন্যেও বাধা তৈরি করেছে। ফলে আগামী সপ্তাহে পর্যটক কমে ৪ লাখ ৮০ হাজারে নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে থাই পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়।
থাইল্যান্ডের ভিসা ফ্রি স্কিমটিকে এখনো চীনা পর্যটক আকর্ষণের কার্যকর সরঞ্জাম হিসেবে দেখা হচ্ছে। পর্যটন খাতে সুরক্ষার প্রতি আস্থা কমে আসার কারণে স্বল্পমেয়াদি স্থবিরতা দেখা দিয়েছে। এখন থাই সরকারের জন্য আস্থা পুনরুদ্ধার করাই প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।
এভিয়েশন শিল্পের ওপর প্রভাব প্রাথমিকভাবে চীনা বাজারের সঙ্গে সম্পর্কিত। এভিয়েশন খাতের নেতারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদিও চলমান সংঘাত জ্বালানি তেলের ব্যয়ের ক্ষেত্রে এখনো বিমান চলাচলকে প্রভাবিত করেনি।
বেশির ভাগ দর্শনার্থী ব্যাংককের শুটিংয়ের ঘটনার পর তাদের বুকিং বাতিল করেননি। তারা একে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেছেন। ধীর অভ্যন্তরীণ বাজারের কারণে অক্টোবরে চিয়াং মাইতে অঞ্চলে গড় হোটেল বুকিং ছিল ৫৫ শতাংশ।
অর্থসংবাদ/এমআই