এদিকে ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম বার মুখোমুখি প্রথম বলেই আউট হলেন লিটন। ওপেনিংয়ে নেমে চতুর্থবার। সব মিলিয়ে ক্যারিয়ারে লিটনের এটি ১১তম ডাক। ইনিংসের প্রথম বলে এ নিয়ে দ্বিতীয়বার আউট হলেন লিটন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আউট হয়েছিলেন ইনিংসের প্রথম বলে। তবে ম্যাচের প্রথম বলেই আউট হলেন এবারই প্রথম।
তবে ইনিংসের প্রথম বলেই লিটন দাসকে হারানোর পর বিদায় সামাল দেয়ার চেষ্টা করছিলেন তানজিদ হাসান ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু ফারগুইসনের ফাঁদে পা দিয়ে উইকেট বিলিয়ে আসেন এই ওপেনার। তাতে বাংলাদেশের প্রথম পাওয়ার প্লে শেষে সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে ৪৬ রান।
দুই দলের একাদশে একটি করে পরিবর্তন এসেছে। বাংলাদেশ শেখ মেহেদী হাসানের পরিবর্তে ফিরিয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রথম দুই ম্যাচে না খেলা কেইন উইলিয়ামসনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন উইল ইয়াং।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার।
অর্থসংবাদ/এমআই