নাসুমের বলে কেন ওয়াইড দেননি আম্পায়ার?

নাসুমের বলে কেন ওয়াইড দেননি আম্পায়ার?
বাংলাদেশের বিপক্ষে ভারতের ৭ উইকেটের জয়ে একটি ওয়াইড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরাট কোহলি তখন ৯৭ রানে ক্রিজে ছিলেন। ভারতের জয়ের জন্য দরকার মাত্র ২ রান। এমন সময় বোলিংয়ে এসে লেগ সাইডে ওয়াইড লেন্থে বোলিং করেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। কিন্তু ওয়াইড দেননি আম্পায়ার।

পরে প্রশ্ন উঠেছে যে, বিরাট কোহলি যাতে সেঞ্চুরি মিস না করেন সেজন্য ওয়াইড দেননি তিনি। অন্যপক্ষ বলছে, নিয়ম মেনেই ওয়াইড দেননি আম্পায়ার। কী সেই নিয়ম যে কারণে ওয়াইড দেননি কেটেলবার্গ।

নিয়ম অনুযায়ী, আম্পায়ার ২২.১.২ ধারা অনুযায়ী, বল ওয়াইড দিতে পারবেন যদি বলটি নো না হয় এবং ব্যাটার যে পজিশনে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ওয়াইড লেন্থে যায়। কিন্তু ২২.১ ধারায় একটু সংস্কার এনে এমসিসি জানিয়েছে, বোলার বল ডেভিলারি করার আগ মুহূর্ত পর্যন্ত ব্যাটার যে পজিশনে দাঁড়িয়ে ছিলেন সেটাকে তার স্টান্স পজিশন ধরা হবে।

এমসিসি বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ে পরিষ্কার করে বলেছিল, আধুনিক ক্রিকেটে ব্যাটাররা বল ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ক্রিজে অনেক বেশি মুভ করেন। এক্ষেত্রে ব্যাটার যে পজিশনে বল ডেলিভারি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্টান্স নিয়েছিল ওই লেন্থে বোলার বল করলে তা ওয়াইড ডাকলে তা অনৈতিক হয়ে যায়।

বিরাট কোহলির ব্যাটিংয়ের সময় আম্পায়ার রিচার্ড কাটেলবার্গ ওই থিওরি প্রয়োগ করার চেষ্টা করেছেন। নাসুম আহমেদের বল ডেলিভারির আগ পর্যন্ত বিরাট কোহলি লেগ স্টাম্পের বাইরে স্টান্স নিয়েছিলেন। বল ডেলিভারির সময় তিনি মিডল স্টাম্পে সরে এসেছিলেন। যে কারণে আম্পায়ারের সিদ্ধান্তকে পুরোপুরি ভুল কিংবা পক্ষপাতিত্ব বলার সুযোগ কম। প্রশ্ন হচ্ছে, ম্যাচের টার্নিং পয়েন্ট হলে আম্পায়ার ওই বলটা ওয়াইড না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারতেন কিনা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে