বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এনসিসি ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৫০৬তম সভায় তারা পুনর্নির্বাচিত হন।
আবুল বাশার দেশের একজন তরুণ শিল্প উদ্যোক্তা এবং দক্ষ সংগঠক। তিনি যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ওপর গ্রাজুয়েশন ডিগ্রি (বিএসসি) অর্জন করেন। আবুল বাশার গত ২১ বছর যাবৎ প্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।
এছাড়া তিনি প্রাইম গ্রুপের রিসাইক্লিং বিভাগ এবং প্রাইম ফাইন্যান্স কনসালটেন্টস্ অ্যান্ড ইকুইটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি) এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দোলেশ্বর কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, যার মাধ্যমে দোলেশ্বর আদর্শ স্কুল এবং দোলেশ্বর আবদুল মান্নান আদর্শ কলেজ নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। পাশাপাশি তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালনা পর্ষদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির নির্বাহী কমিটি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে শীর্ষস্থানীয় দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা এবং মহাসচিব, “পিচ ফাউন্ডেশন” এর অন্যতম প্রতিষ্ঠাতা।
অর্থসংবাদ/এমআই