সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৯ অক্টোবর) ডিএসইতে শমরিতা হসপিটালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২১ টাকা ৯০ পয়সা বা ২৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৯৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।
রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, হাক্কানি পাল্প, সোনালী আঁশ, ফু ওয়াং ফুড, এমবি ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স এবং নাভানা সিএনজি লিমিটেড।
একই দিনে ডিএসইতে মোট ২৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম