সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ কমেছে। ২০২০ সালের কভিড-১৯ মহামারীর পর এটিই সবচেয়ে বড় সংকোচন। তবে দেশটির জ্বালানি তেলবহির্ভূত কার্যকলাপ ৩ দশমিক ৬ শতাংশ বাড়াতে অর্থনৈতিক মন্দা কিছুটা কমেছে।
রিয়াদের বিশাল জ্বালানি তেল খাত কয়েক মাস ধরে সংকুচিত হচ্ছিল। কিন্তু সামগ্রিক অর্থনীতি এখনো দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে।
দেশটির জ্বালানি তেল খাত তৃতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। যা ২০১১ সালের পর কোনো প্রান্তিকে সর্বোচ্চ। কারণ জ্বালানির তেলের বৈশ্বিক দাম বাড়ানোর লক্ষ্যে তারা উত্তোলন কমিয়ে আনে।
গত জুলাইয়ে দৈনিক ৯০ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করে সৌদি আরব।
অক্সফোর্ড অর্থনীতির বিশ্লেষকরা গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, আমরা ধারণা করছি জ্বালানি তেলের উত্তোলন এই বছরের শেষ পর্যন্ত কম থাকবে।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে দেশটির জিডিপি ২০২৩ সালে দশমিক ৮ শতাংশ বাড়বে। তবে গত বছর প্রবৃদ্ধির ছিল ৮ দশমিক ৭ শতাংশ।