তীব্র ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

তীব্র ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তানিম্বর দ্বীপপুঞ্জে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার সকাল ১২টার দিকে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হাতাহতের খবর পাওয়া যায়নি।


ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোতে ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ৯ উল্লেখ করা হয়েছে। তবে এখনো সুনামি সতর্কতা জারি করেনি ইন্দোনেশিয়া সরকার।


ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিষয়ক সংস্থা বিএমকেজি জানিয়েছে, ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে ভূকম্পন অনুভূত হয়েছে।


সৌমলাকির বাসিন্দা ল্যাম্বার্ট তাতাং এএফপিকে বলেন, ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। কিন্তু এখানকার মানুষ আতঙ্কিত ছিল না। আমরা ভূমিকম্পে অভ্যস্ত।


উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রায়শই ভূমিকম্পে কেঁপে ওঠে। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। সেখানেই বিশ্বের বেশিরভাগ আগ্নেয়গিরি আছে।


পাশাপাশি, এই অঞ্চলেরই বিশ্বের সর্বাধিক ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। এর আগে, গত বছরের নভেম্বর মাসেই ৫ দশমিক ৬ তীব্রতায় ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। তাতে তিন শতাধিক মানুষ প্রাণ হারান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না