ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা আইএমএফ ইউক্রেনের জন্য বর্ধিত তহবিল সুবিধার অধীনে প্রথম পর্যালোচনা শেষ করার পর জুনে ৮৯ কোটি ডলার মূল্যের তহবিল অনুমোদন করেছিল।
গত মার্চে ইউক্রেন চার বছরের কর্মসূচির অংশ হিসাবে আইএমএফের সঙ্গে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ চুক্তি করেছে। এটা দেশটির জন্য ১২ হাজার ২০০ কোটি ডলার মোট সহায়তা প্যাকেজের অংশবিশেষ।
আইএমএফ কর্মকর্তা গ্যাভিন গ্রে বলেন, ‘জুনের শেষে নির্ধারিত সব মানদণ্ড এবং সেপ্টেম্বরের শেষে লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে ইউক্রেন। সেই সঙ্গে আইএমএফের বর্ধিত তহবিল সুবিধা কর্মসূচির অধীনে বেশির ভাগ কাঠামোগত মানদণ্ড, সামগ্রিক সংস্কারের জন্য কর্তৃপক্ষের প্রতিশ্রুতির প্রতিফলন দেখা গেছে।’ গ্যাভিন গ্রে পোল্যান্ডে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় নেতৃত্ব দিয়েছেন।
ইউক্রেনের অর্থনীতি গত বছর প্রায় ২৯ শতাংশ সংকুচিত হয়েছে। সংঘাত মানেই একটি অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি।
কিয়েভ স্কুল অব ইকোনমিকস অনুসারে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ১৩ হাজার ৮০০ কোটি ডলার, যা ২০২১ সালের মোট দেশীয় পণ্যের ৭০ শতাংশের সমান।
ফেব্রুয়ারির মুডি’স ইনভেস্টর সার্ভিস ইউক্রেনের রেটিং নামিয়ে আনে জাঙ্ক বা অ-বিনিয়োগ গ্রেডে। ফলে দেশটির অর্থনীতি বাড়তি চাপে পড়ে।
ফিচ রেটিংসের জুনের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন অ-বিনিয়োগ গ্রেডে অবস্থান করছে। একই সঙ্গে পূর্বাভাস করা হয়েছিল, দেশটির অর্থনীতি ২০২৩ সালে ৩ দশমিক ৫ এবং ২০২৪ সালে ৪ শতাংশ প্রবৃদ্ধি করবে।
আইএমএফ জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ সত্ত্বেও ইউক্রেনের অর্থনীতি উল্লেখযোগ্য মাত্রায় স্থিতিশীল ছিল।
সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন ২০২৩ সালের প্রত্যাশার চেয়ে বেশি। এটা ২০২৪ পর্যন্ত অব্যাহত থাকবে। প্রবৃদ্ধির পাশাপাশি বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে।