আর্জেন্টিনার জনগণ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবে আগামী রোববার। অর্থমন্ত্রী সার্জিও মাসা ও কট্টরপন্থী নেতা জাভিয়ের মাইলির মধ্যে ভোটাভুটি হবে। জাভিয়ের মিলি কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করা এবং তিন অংকের মূল্যস্ফীতি হ্রাসের জন্য লেনদেন ডলারে করার প্রস্তাব করছেন।
একটি জরিপের তথ্যানুসারে, ডলারের বিপরীতে আর্জেন্টিনার মুদ্রা পেসোর মূল্য শূন্য দশমিক ২ সেন্ট থেকে প্রায় ২৬ দশমিক ১ সেন্টের মধ্যে থাকে।
মাসিক ভিত্তিতে অক্টোবরে দাম বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ, যা সেপ্টেম্বরের চিত্রের চেয়ে এক ধাপ কম। অর্থনীতিবিদদের মতে, এটা ৯ দশমিক ৪৫ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম। অক্টোবরে পরিবহন, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের সমীক্ষা অনুসারে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন, বছরের শেষ নাগাদ বার্ষিক মূল্যস্ফীতি ১৮৫ শতাংশে পৌঁছবে। এটা পূর্ববর্তী ১৮০ দশমিক ৭ শতাংশ পূর্বাভাসের চেয়ে বেশি। একই সমীক্ষা অনুসারে, মোট দেশীয় পণ্য চলতি বছর ২ ও ২০২৪ সালে ১ দশমিক ৬ শতাংশে সংকুচিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মূল্যস্ফীতি প্রবল হওয়ায় আর্জেন্টিনার লোকজন সাশ্রয়ী মূল্যের পোশাক খুঁজতে সেকেন্ড-হ্যান্ড বাজারের দিকে ঝুঁকছে। অনেকে পুরনো পোশাক বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়, আর্জেন্টিনা একসময় দক্ষিণ আমেরিকার দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ ছিল। শস্য রফতানিকারক দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। দুই-পঞ্চমাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে অর্থনৈতিক মন্দা অনুভূত হচ্ছে।
দেশটির পরিসংখ্যান অফিস জানায়, অক্টোবরে বার্ষিক মূল্যস্ফীতি ১৪২ দশমিক ৭ শতাংশ ছুঁয়েছে। মাসিক বৃদ্ধি ৮ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। যদিও এটি আগস্ট ও সেপ্টেম্বরের চেয়ে কম ছিল।
অর্থসংবাদ/এমআই