সরবরাহ ব্যবস্থা-সংক্রান্ত চুক্তিটি গত বুধবার সান ফ্রান্সিসকোতে স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। এই দেশগুলো ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) সদস্য।
সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও সমন্বিত করার লক্ষ্যে নিয়ে গত বছর আইপিইএফ নামের উদ্যোগটি নেওয়া হয়। ২০২২ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রথম রাউন্ডের আলোচনা হয়। আইপিইএফের সদস্যরা হলো ভারত, অস্ট্রেলিয়া, ফিজি, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও ভিয়েতনাম।
বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ এবং পণ্য ও সেবা বাণিজ্যের ২৮ শতাংশ নিয়ন্ত্রণ করে এই দেশগুলো। চুক্তি সইয়ের কথা জানিয়ে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ুশ গয়াল এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে জানিয়েছেন, এটি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই করবে।
অর্থসংবাদ/এমআই