অ্যামাজনের অ্যালেক্সা ও ফায়ার টিভির ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল রাউশ সম্প্রতি জানান, কোম্পানির পক্ষ থেকে কিছু উদ্যোগ বাদ দেয়া হচ্ছে। ফলে কর্মীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েকশ কর্মী ছাঁটাই করা হবে। তবে সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি তিনি। ঘোষণা অনুসারে যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে কর্মরতরা বেশি চাকরিচ্যুত হতে পারেন।
সিয়াটলভিত্তিক কোম্পানি অ্যামাজন অন্যান্য প্রযুক্তি সংস্থার সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে। যারা জেনারেটিভ এআই ক্রেজকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে। কোম্পানিটি গত কয়েক মাসে অনেকগুলো এআই উদ্যোগ বাস্তবায়ন করেছে। গ্রাহক পর্যালোচনা প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা প্রদানের ক্ষেত্রেও নিজেদের এআই টুল তৈরি করেছে তারা।
সর্বশেষ গত সেপ্টেম্বরে অ্যামাজন অ্যালেক্সার একটি আপডেট উন্মোচন করা হয়েছে, যা এটিকে আরো জেনারেটিভ এআই ফিচারগুলোর সঙ্গে সংযুক্ত করেছে।
অর্থসংবাদ/এমআই