সুপারশপে কেনাকাটার খরচ যেভাবে কমাবেন

সুপারশপে কেনাকাটার খরচ যেভাবে কমাবেন

সুপারশপে বাড়তি খরচ হয়ে যায়৷ কারণ সুপারশপে তো সব সময় আপনি টার্গেট নিয়ে যান না। সেখানে ডিসকাউন্ট, সুপার সেল ইত্যাদির ফাঁদে পড়েই অনেকে পণ্য কিনে বসেন। সুপার শপে খুশি থাকলেও বাড়ি ফিরেই শুরু হয় আফসোস। তবে একটু বুদ্ধি করলে সহজেই এই খরচ কমিয়ে ফেলতে পারবেন।


পরিকল্পনা ও খোঁজখবর নিন
সুপার শপে সুপার সেল বা ডিসকাউন্ট অফারে পণ্য সম্পর্কে খোঁজখবর নিন। তাহলে অন্তত পরিকল্পনাহীনভাবে যাবেন না। বাড়িতে হিসেব করে নিন। দেখুন, হিসেব করে লিস্ট করুন। তারপর কিনুন সুপার শপে। যেসব পণ্য নিত্য-পণ্য বা কমদামি পণ্য না কিনলেও চলে সেগুলো বাদ দিন। আনকমন পণ্যই দেখুন।


পণ্য বাছাইয়ে খুঁতখুঁতে
প্যাকেজিং, পণ্যের মেয়াদ, অন্যান্য সবকিছু নিয়ে খুঁতখুঁতে হোন। লিস্ট অনুসারে কেনার সময় বিষয়টি মাথায় রাখা জরুরি। তাহলে অন্তত সব পণ্য বোঝাই করে কিনবেন না।


অফার দেখেই কিনবেন না
অফার কতটা কার্যকর তা আগে বোঝা দরকার। অনেকেই অফার দেখলেই কিনে ফেলেন। কিন্তু এমনটা করবেন না।


পেমেন্ট হোক টাকায়
ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট না দেওয়াই ভালো। বরং ওয়ালেটের টাকা থেকে পেমেন্ট দিন। তাহলে হিসেবের টাকা থেকেই কেনা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

কাজে লাগান পুরনো টুথব্রাশ
খরচ কমাতে বছরের শুরু থেকেই করুন এই ৫ অভ্যাস
শীতে যে ৪ খাবার বাদ দেবেন না
উৎসবে বাজি-পটকা কতটা ক্ষতিকর?
শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
কাঠবাদামের তেল কতটা উপকারী?
সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই দূর হবে খুশকি
সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়
জাল নোট চেনার সাত উপায়