সুপারশপে কেনাকাটার খরচ যেভাবে কমাবেন

সুপারশপে কেনাকাটার খরচ যেভাবে কমাবেন

সুপারশপে বাড়তি খরচ হয়ে যায়৷ কারণ সুপারশপে তো সব সময় আপনি টার্গেট নিয়ে যান না। সেখানে ডিসকাউন্ট, সুপার সেল ইত্যাদির ফাঁদে পড়েই অনেকে পণ্য কিনে বসেন। সুপার শপে খুশি থাকলেও বাড়ি ফিরেই শুরু হয় আফসোস। তবে একটু বুদ্ধি করলে সহজেই এই খরচ কমিয়ে ফেলতে পারবেন।


পরিকল্পনা ও খোঁজখবর নিন
সুপার শপে সুপার সেল বা ডিসকাউন্ট অফারে পণ্য সম্পর্কে খোঁজখবর নিন। তাহলে অন্তত পরিকল্পনাহীনভাবে যাবেন না। বাড়িতে হিসেব করে নিন। দেখুন, হিসেব করে লিস্ট করুন। তারপর কিনুন সুপার শপে। যেসব পণ্য নিত্য-পণ্য বা কমদামি পণ্য না কিনলেও চলে সেগুলো বাদ দিন। আনকমন পণ্যই দেখুন।


পণ্য বাছাইয়ে খুঁতখুঁতে
প্যাকেজিং, পণ্যের মেয়াদ, অন্যান্য সবকিছু নিয়ে খুঁতখুঁতে হোন। লিস্ট অনুসারে কেনার সময় বিষয়টি মাথায় রাখা জরুরি। তাহলে অন্তত সব পণ্য বোঝাই করে কিনবেন না।


অফার দেখেই কিনবেন না
অফার কতটা কার্যকর তা আগে বোঝা দরকার। অনেকেই অফার দেখলেই কিনে ফেলেন। কিন্তু এমনটা করবেন না।


পেমেন্ট হোক টাকায়
ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট না দেওয়াই ভালো। বরং ওয়ালেটের টাকা থেকে পেমেন্ট দিন। তাহলে হিসেবের টাকা থেকেই কেনা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ