৪০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে টাটা গ্রুপ

৪০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে টাটা গ্রুপ

ভারতের আসামে নতুন চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে টাটা। এ কারখানা স্থাপনে ৪০ হাজার কোটি রুপি বিনিয়োগের একটি প্রস্তাবও দিয়েছে বহুজাতিক কোম্পানিটি।


তামিলনাড়ুতে আইফোন উৎপাদনে কারখানা স্থাপনের কথা জানানোর পর চিপ উৎপাদনে কোম্পানিটির এ পরিকল্পনার তথ্য সামনে এল। আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমাদের জন্য একটি সুখবর রয়েছে। জাগিরোডে একটি ইলেকট্রনিক সেন্টার স্থাপনে টাটা ইলেকট্রনিকস আবেদন করেছে।’ জাগিরোড রাজ্যের বৃহত্তম শহর গুয়াহাটি থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে। তিনি জানান, কোম্পানিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শেষে কেন্দ্রীয় পর্যায়ে আবেদন নিয়ে এসেছে। তিনি বলেন, ‘তারা (টাটা গ্রুপ) ভারত সরকারের কাছে কারখানা নির্মাণে ৪০ হাজার কোটি রুপি বিনিয়োগসংক্রান্ত একটি খসড়া প্রস্তাব দিয়েছে।’


শর্মা জানান, রাজ্য সরকারের সঙ্গে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল এবং প্যাকেজিং প্লান্ট সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছে টাটা গ্রুপ রাজ্য। আলোচনায় সন্তুষ্ট হওয়ার পর তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, ‘যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এ অঞ্চলে একটি বড় বিনিয়োগ দেখতে পারব এবং এটি শিল্পায়নের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আমরা আশাবাদী এক-দুই মাসের মধ্যে চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে।’


মুখ্যমন্ত্রীর তথ্যানুযায়ী, কনগ্লোমারেটটি কারখানা চালুর অংশ হিসেবে ১ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। শর্মা বলেন, ‘আগে আমরা প্রায় সময়ই বলতাম ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি খাত কেন আমাদের প্রদেশে আসছে না। এখন সে অবস্থা পরিবর্তিত হচ্ছে।’


আসামে চিপ কেন্দ্র ছাড়াও ভারতের সবচেয়ে বড় আইফোন অ্যাসেম্বলি প্লান্ট স্থাপনের কথাও ভাবছে টাটা গ্রুপ। কেননা অ্যাপল চীন থেকে এর উৎপাদন কার্যক্রম সরিয়ে নিতে চাইছে। স্থানান্তরের তালিকায় শীর্ষে থাকা দুই দেশ হচ্ছে ভারত ও ভিয়েতনাম। দক্ষিণের অঞ্চল তামিলনাড়ুর হসুরে একটি কারখানা স্থাপন করতে চাইছে টাটা। দুই বছরের মধ্যে এ কারখানায় ৫০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা সংশ্লিষ্টদের। ১২ থেকে ১৮ মাসের মধ্যে এর কার্যক্রম শুরু করা কোম্পানির মূল লক্ষ্য। অন্যদিকে অ্যাপল ভারতে আইফোন উৎপাদন বাড়ানোর বিষয়ে আগ্রহী।


আগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি মাইক্রন টেকনোলজি ভারতে চিপ প্যাকেজিং কারখানা স্থাপন করার কথা জানিয়েছিল। এ লক্ষ্যে সেখানে ১০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগও নিয়েছিল কোম্পানিটি। এ বিষয়ে ব্লুমবার্গ প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এ বিষয়ে অবগত একটি সূত্র জানায়, বিনিয়োগের পরিমাণ ২০০ কোটি ডলারও ছাড়িয়ে যেতে পারে। কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে চিপ উৎপাদনে ভারতকে বেছে নিচ্ছে বিশ্বের বিভিন্ন কোম্পানি। আর এ সুযোগে সেমিকন্ডাক্টর সরবরাহে বিশ্বের অন্যতম দেশ হিসেবে পরিচিতি পেতে চায় ভারত। চলতি বছরের শুরুতে দেশটির তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানিয়েছিলেন।


সরকার সূত্রের তথ্যানুযায়ী, বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহকারী হিসেবে অন্যতম ভরসার জায়গায় পরিণত হতে ভারতের বিপুল সম্ভাবনা রয়েছে। বৈদ্যুতিক গাড়ি ও উন্নত প্রযুক্তির উন্নয়নে এসব চিপ ব্যবহার করা হয় বলেই এটি সম্ভব।


ছয়-সাত বছরের মধ্যে এ শিল্প খাত দ্বিগুণ বেড়ে ১ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশ করবে। পাশাপাশি এর বিকাশও উল্লেখযোগ্য হারে বাড়বে। মন্ত্রী জানান, দেশটির সরকার পরিবেশের ব্যাপারে খুবই সচেতন। তাই যেসব প্রতিষ্ঠান কারখানা স্থাপন করবে তাদের গ্রিন এনার্জি সরবরাহ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া