ট্রাক বিক্রিতে রাশিয়ার রেকর্ড

ট্রাক বিক্রিতে রাশিয়ার রেকর্ড
ট্রাক বিক্রিতে সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে যাবে প্রযুক্তির দেশ রাশিয়া- এমনটাই আভাস দিয়েছেন বিশ্লেষকরা। চলতি বছর প্রথম ১১ মাসেই বিক্রি হয়েছে এক লাখ ২৮ হাজার ৬৯টি, যা আগের যেকোনো বছরের একই সময়ের তুলনায় সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে এক লাখ ২৮ হাজার ৯০০ ইউনিট ট্রাক বিক্রি হয়েছিলো। খবর আরটি।

চলতি সপ্তাহে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম ১১ মাসে ট্রাক বিক্রি হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৮১ দশমিক ৫ শতাংশ বেশি। কেবল নভেম্বরে বিক্রি দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭টি।

বিক্রেতাদের মধ্যে এগিয়ে রয়েছে রুশ প্রতিষ্ঠান কামাজ। ১১ মাসে ২৬ হাজার ৬৬৫ ইউনিট ট্রাক বিক্রি করে বাজারের ২৬ শতাংশ দখলে রেখেছে কোম্পানিটি। ২১ হাজার ৬৭৮ বিক্রি করে ঠিক পরে রয়েছে চীনা প্রতিষ্ঠান সিতরাক। অন্যদিকে ১৮ হাজার ৫৪০ ও ১১ হাজার ৭৮২টি বিক্রির মাধ্যমে তাদের পেছনে রয়েছে যথাক্রমে স্যাকম্যান ও এফএডব্লিউ।

সাম্প্রতিক দিনগুলোতে এশীয় অংশীদারগুলোর সঙ্গে ব্যবসা সম্প্রসারণের নীতি গ্রহণ করেছে রাশিয়া। নিয়েছে পরিবহন ও অবকাঠামোগত উন্নয়নের নানা প্রকল্প। ফলে দেশটিতে ট্রাকের চাহিদা বেড়েছে। এটাও ট্রাক বিক্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

দেশটির পরিসংখ্যান বিভাগের দেয়া তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম নয় মাসে ট্রাক বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া