চলতি সপ্তাহে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম ১১ মাসে ট্রাক বিক্রি হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৮১ দশমিক ৫ শতাংশ বেশি। কেবল নভেম্বরে বিক্রি দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭টি।
বিক্রেতাদের মধ্যে এগিয়ে রয়েছে রুশ প্রতিষ্ঠান কামাজ। ১১ মাসে ২৬ হাজার ৬৬৫ ইউনিট ট্রাক বিক্রি করে বাজারের ২৬ শতাংশ দখলে রেখেছে কোম্পানিটি। ২১ হাজার ৬৭৮ বিক্রি করে ঠিক পরে রয়েছে চীনা প্রতিষ্ঠান সিতরাক। অন্যদিকে ১৮ হাজার ৫৪০ ও ১১ হাজার ৭৮২টি বিক্রির মাধ্যমে তাদের পেছনে রয়েছে যথাক্রমে স্যাকম্যান ও এফএডব্লিউ।
সাম্প্রতিক দিনগুলোতে এশীয় অংশীদারগুলোর সঙ্গে ব্যবসা সম্প্রসারণের নীতি গ্রহণ করেছে রাশিয়া। নিয়েছে পরিবহন ও অবকাঠামোগত উন্নয়নের নানা প্রকল্প। ফলে দেশটিতে ট্রাকের চাহিদা বেড়েছে। এটাও ট্রাক বিক্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দেশটির পরিসংখ্যান বিভাগের দেয়া তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম নয় মাসে ট্রাক বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
অর্থসংবাদ/এমআই