8194460 চীনে বিনিয়োগ কমিয়েছে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা - OrthosSongbad Archive

চীনে বিনিয়োগ কমিয়েছে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা

চীনে বিনিয়োগ কমিয়েছে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা
চীনের বাজারে বিনিয়োগ কমিয়েছেন যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। এর পেছনে দেশটির অস্থির অর্থনৈতিক অবস্থা এবং ভূরাজনৈতিক কারণকে দায়ী করছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স।

চীনে অবস্থিত ব্রিটিশ চেম্বার অব কমার্সের তথ্যমতে, যুক্তরাজ্যের ৬০ শতাংশ কোম্পানি মনে করছে, এশিয়ার শক্তিশালী দেশটিতে বর্তমানে ব্যবসা পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। গত বছরের শেষ পর্যন্ত চলা কভিড-১৯ বিধিনিষেধের চেয়েও শ্লথগতিতে এগোচ্ছে দেশটির অর্থনীতি।

গতকাল প্রকাশিত চেম্বার অব কমার্সের বার্ষিক সেন্টিমেন্ট সমীক্ষায় দেখানো হয়েছে, মহামারী চলাকালীন তীব্র হতাশা কমলেও ব্রিটিশ ব্যবসায়ীরা চীনে নতুন বিনিয়োগ করতে দেরি করছেন। অর্থনৈতিক পুনরুদ্ধারে আড়ষ্টতা ও বিশ্বজুড়ে ভূরাজনৈতিক কর্মকাণ্ডে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির গুরুত্ব কমছে।

কভিড-পরবর্তী দুর্বল পুনরুদ্ধার প্রক্রিয়ার কারণে বিদেশী বিনিয়োগকারীরা এ বছরের বেশির ভাগ সময় চীনের ওপর আস্থাহীন ছিলেন।

অক্টোবর ও নভেম্বরে সদস্য সংস্থাগুলোর মতামতের ওপর ভিত্তি করে চেম্বার অব কমার্স প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ শতাংশ কোম্পানি মনে করে, চীনে ব্যবসা করা গত এক বছরে আরো কঠিন হয়ে উঠেছে। এছাড়া ৭৮ শতাংশ কোম্পানি এর জন্য অর্থনৈতিক কারণগুলোকে দায়ী করেছে।

ব্রিটিশ ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্যমতে, গত বছর যুক্তরাজ্য ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ১০০ কোটি পাউন্ড (১৪ হাজার কোটি ডলার), যা চীনকে যুক্তরাজ্যের চতুর্থ বৃহত্তম বাণিজ্য অংশীদার করে তুলেছিল।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না