তহবিল কেলেঙ্কারিতে একসাথে ৪ মন্ত্রীর পদত্যাগ

তহবিল কেলেঙ্কারিতে একসাথে ৪ মন্ত্রীর পদত্যাগ
জাপানে তহবিল কেলেঙ্কারির অভিযোগের মুখে ফুমিও কিশিদার নেতৃত্বাধীন সরকারের চার মন্ত্রী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা পদত্যাগপত্র জমা দেন। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই চার এমপি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন একটি উপদলের সদস্য, যেটা এখনও 'আবে উপদল' হিসেবে পরিচিত।

পদত্যাগ করা মন্ত্রীরা হলেন- চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযু, অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী সুযুকি জুনজি এবং কৃষি, বন ও মৎস্যমন্ত্রী মিইয়াশিতা ইচিরো৷

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এলডিপির আর্থিক হিসাব থেকে ৫০ কোটি ইয়েন বা ৩৪ লাখ ডলার লাপাত্তা হয়েছে। ২০২২ সালে দলীয় তহবিল সংগ্রহের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজন ও টিকিট বিক্রির দায়িত্বে থাকা নেতাকর্মীরা ওই টাকার হিসাব দিতে পারছেন না। এর জেরেই ওই চার মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

এই অনিয়মের সঙ্গে দলের উচ্চপর্যায়ের নেতৃত্বের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এরইমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের অংশ হিসেবে এলডিপির দলীয় কার্যালয়ে তল্লাশি এবং এমপিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সরকারের শীর্ষ মুখপাত্র মাৎসুনোর স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা। সাবেক বিচারমন্ত্রী সাইতো কেন অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী নিশিমুরার স্থলাভিষিক্ত হন। স্বরাষ্ট্রমন্ত্রী সুযুকির স্থলাভিষিক্ত হয়েছেন তার পূর্বসূরি মাৎসুমোতো তাকেয়াকি। এবং সাবেক আঞ্চলিক পুনরুজ্জীবন মন্ত্রী সাকামোতো তেৎসুশি কৃষিমন্ত্রী মিইয়াশিতার স্থলাভিষিক্ত হয়েছেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া