পদত্যাগ করা মন্ত্রীরা হলেন- চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযু, অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী সুযুকি জুনজি এবং কৃষি, বন ও মৎস্যমন্ত্রী মিইয়াশিতা ইচিরো৷
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এলডিপির আর্থিক হিসাব থেকে ৫০ কোটি ইয়েন বা ৩৪ লাখ ডলার লাপাত্তা হয়েছে। ২০২২ সালে দলীয় তহবিল সংগ্রহের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজন ও টিকিট বিক্রির দায়িত্বে থাকা নেতাকর্মীরা ওই টাকার হিসাব দিতে পারছেন না। এর জেরেই ওই চার মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এই অনিয়মের সঙ্গে দলের উচ্চপর্যায়ের নেতৃত্বের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এরইমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের অংশ হিসেবে এলডিপির দলীয় কার্যালয়ে তল্লাশি এবং এমপিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
সরকারের শীর্ষ মুখপাত্র মাৎসুনোর স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা। সাবেক বিচারমন্ত্রী সাইতো কেন অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী নিশিমুরার স্থলাভিষিক্ত হন। স্বরাষ্ট্রমন্ত্রী সুযুকির স্থলাভিষিক্ত হয়েছেন তার পূর্বসূরি মাৎসুমোতো তাকেয়াকি। এবং সাবেক আঞ্চলিক পুনরুজ্জীবন মন্ত্রী সাকামোতো তেৎসুশি কৃষিমন্ত্রী মিইয়াশিতার স্থলাভিষিক্ত হয়েছেন।
অর্থসংবাদ/এমআই