বাংলাদেশ ব্যাংকের নামে বিজ্ঞাপন চেয়ে ভুয়া চিঠি

বাংলাদেশ ব্যাংকের নামে বিজ্ঞাপন চেয়ে ভুয়া চিঠি
বাংলাদেশ ব্যাংকের নামে বিজ্ঞাপন চেয়ে ভুয়া চিঠি দিয়েছে একটি চক্র। বাংলাদেশ ব্যাংকের লোগো ও নাম ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক বরাবর এ চিঠি দেওয়া হয়। প্রতারণামূলক এই চিঠির বিষয়ে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সাংবাদিকদের বলেন, বিজ্ঞাপন চেয়ে বাংলাদেশ ব্যাংকের নামে দেওয়া চিঠিটি ভুয়া। প্রতারণার উদ্দেশে কেউ এটা করেছে।

বাংলাদেশ ব্যাংকের লোগো ও প্যাড ব্যবহার করে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক সংবাদের সম্পাদক পদবী উল্লেখ করে একটি স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। তবে সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। অফিসের ঠিকানা দেওয়া হয়েছে ৫১, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০।

চিঠিতে একটি মোবাইল নম্বর ও ইমেইল দেওয়া হয়েছে। তবে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সংবাদ দেশের শীর্ষ একটি ইকনোমিক ম্যাগাজিন। ব্যাংকের ক্যামেলস রেটিং প্রকাশে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করে।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তথ্যটি ভুয়া।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা