আমরা গর্ব করার মতো পারফর্ম করেছি

আমরা গর্ব করার মতো পারফর্ম করেছি
২০০৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। এরপর টানা ১৮ ম্যাচ হারার পর আজ জয়ের দেখা পেল টাইগাররা। ন্যাপিয়ারে ৯ উইকেটে ম্যাচ জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে সফরকারীরা।

নিউজিল্যান্ডের মাটিতে আগে কখনো জয় না থাকলেও সিরিজ জেতার লক্ষ্য নিয়েই এখানে পা দিয়েছিলেন শান্তরা। শেষ পর্যন্ত তা হয়নি। এক ম্যাচ জয় প্রাপ্তি হলেও সিরিজে হেরে কিছুটা হতাশ বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, 'যদি ইতিহাস দেখেন, অবশ্যই আমরা গর্ব করার মতো পারফর্ম করেছি, একটা ম্যাচ জিততে পেরেছি। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো সিরিজ জিততে এসেছিলাম। প্রথম ম্যাচটায় একটু আনলাকি ছিলাম বৃষ্টির কারণে। আমাদের বোলিং অপশনগুলো আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে এক ম্যাচ জিততে পেরেও অবশ্য খুশি। তবে সিরিজ জিততে পারলে আরো ভালো লাগতো।'

এদিকেন প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শান্ত। তবে আজ পেয়েছেন অর্ধশতকের দেখা। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, 'ভালো লাগছে জিততে পেরেছি। আমার যে প্লান ছিল সেটা আজ পুরোপুরিভাবে কাজে লাগাতে পেরেছি, আমি খুব ক্লিয়ার মাইন্ড ছিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ দল জিতেছে।'

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে