জাপানে ১৬ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি

জাপানে ১৬ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতায় মূল্যস্ফীতির কবলে পড়েছিলো জাপান। তবে গত নভেম্বরে তা কমে ১৬ মাসের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। গতকাল দেশটির অভ্যন্তরীণ ও যোগাযোগ মন্ত্রণালয় প্রকাশিত সরকারি তথ্যে এটা প্রকাশ করা হয়েছে। খবর নিক্কেই এশিয়া।

খাদ্যের দাম বাড়ার প্রবণতাও ধীর হয়েছে। মূল কনজিউমার প্রাইস ইনডেস্ক বা সিপিআই (পচনশীল খাদ্য ব্যতীত) এক বছর আগের একই সময়ের তুলনায় বেড়ে ২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। তবে তা অক্টোবরের ২ দশমিক ৯ শতাংশ থেকে কমেছে। ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন পয়েন্টে রয়েছে।

নভেম্বরে বিদ্যুতের বিল ১৮ দশমিক ১ এবং গ্যাসের দাম ১১ দশমিক ৬ শতাংশ কমেছে, যা মূল্যস্ফীতিকে ধীর করতে সাহায্য করেছে। অপচনশীল খাবারের দাম বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। কিন্তু অক্টোবরের ৭ দশমিক ৬ শতাংশ থেকে কমেছে। একইভাবে গৃহস্থালির টেকসই জিনিসপত্রের দাম অক্টোবরের ৩ দশমিক ২ থেকে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে, হোটেল ফি ৬২ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা দেখে বিদেশী পর্যটকের উল্লম্ফন বোঝা যাচ্ছে।

সর্বশেষ মূল সিপিআই টানা ২০তম মাসে ব্যাংক অব জাপানের (বিওজে) ২ শতাংশের মূল লক্ষ্যকে অতিক্রম করেছে। বিওজে চলতি সপ্তাহে তার নেতিবাচক সুদহার নীতি বজায় রেখেছে।

২০২৪ অর্থবছরে প্রকৃত মজুরি মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যাবে এমন প্রত্যাশা।৷অক্টোবর পর্যন্ত টানা ১৯ মাস ধরে প্রকৃত মজুরি কমেছে। এতে বোঝা যায় বেতন বাড়ার হারকে ছাড়িয়ে গেছে মূল্যস্ফীতি। নভেম্বরে সিপিআই বেড়ে ২ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। খাদ্য ও জ্বালানিসহ সূচক ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া