সমুদ্রপথে জানুয়ারি থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কমানোর পরিকল্পনা নিচ্ছে রাশিয়া। এতে আগামী মাস থেকে দেশটির জ্বালানি তেল রফতানি ডিসেম্বরের তুলনায় দৈনিক এক-দুই লাখ ব্যারেল কমে যেতে পারে। দেশটির রফতানি পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, রফতানি কমিয়ে রাশিয়ার নিজস্ব পরিশোধন কারখানায় সরবরাহ বাড়াবে রাশিয়া। পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের পূর্বাভাস মতে, চলতি মাসে সমুদ্রপথে রাশিয়া দৈনিক ৩৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করতে পারে।
আর অভ্যন্তরীণ পরিশোধন সক্ষমতা বাড়ার ফলে ২০২৪ সালের জানুয়ারিতে রাশিয়া থেকে জ্বালানিটির রফতানি কমে আসতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডিসেম্বরে দেশটি পরিশোধন সক্ষমতা ২০ লাখ ৯৮ হাজার টনে পৌঁছেছে বলেও জানিয়েছে কেপলার।
একটি সূত্র জানায়, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অক্টোবর-ডিসেম্বরের তুলনায় কম। সূত্রগুলো বলেছে, প্রধানত রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রিমর্স্ক, উস্ট-লুগা ও নভোরোস্লিক বন্দরগুলো দিয়ে জ্বালানি তেল সরবরাহ কমতে পারে।
চলতি সপ্তাহে রাশিয়া জানিয়েছে, এ বছর দেশটি থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ২০২১ সালের তুলনায় ৭ শতাংশ বাড়বে। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ ইন্টারফ্যাক্সকে বলেছেন, ২০২৩ সালে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ২৫ কোটি টনে। পশ্চিমা নিষেধাজ্ঞাসহ বিভিন্ন সমস্যার মধ্যেও দেশটি এর বিশাল ট্যাংকার বহরের মাধ্যমে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি অব্যাহত রেখেছে।
অন্যদিকে গত ৩০ নভেম্বরের ওপেক প্লাস জোটের বৈঠকে দেশটি স্বেচ্ছায় অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। ওই প্রতিশ্রুতির আওতায় মস্কো দৈনিক পাঁচ লাখ ব্যারেল জ্বালানি পণ্য সরবরাহ কমিয়ে দেবে। এর মধ্যে তিন লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল এবং বাকি দুই লাখ ব্যারেল অন্যান্য জ্বালানি পণ্য।