শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াবে তুরস্ক

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াবে তুরস্ক
সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি আবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক সরকার। মাসিক ন্যূনতম মজুরি ২০২৪ সালের প্রথম মাস থেকে ৫৭৮ ডলারে উন্নীত করা হবে বলে দেশটির শ্রমমন্ত্রী ভেদাত ইশখান বলেছেন। খবর দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।

দেশটিতে দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শ্রমিকদের জীবনযাপনে। আগামী বছর দেশব্যাপী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে চলতি বছরের মাঝামাঝিতে আরো একবার শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছিল। সর্বশেষ বাড়ানো মজুরি বছরের শুরুর সময়ের তুলনায় দ্বিগুণ এবং বছরের মাঝামাঝি সময়ের তুলনায় ৪৯ শতাংশ বেশি।

শ্রমমন্ত্রী ভেদাত ইশখান বলেন, ‘শ্রমিকদের মূল্যস্ফীতির ভার থেকে বাঁচাতে মজুরি আরেক দফায় বাড়াতে পেরে আমরা আনন্দিত। দেশটির মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ বা ৮ কোটি ৬০ লাখ মানুষ ন্যূনতম মজুরি উপার্জন করে। অন্যদের মজুরিও বেসিকের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হবে।’

২০২১ সালের শেষের দিকে ২৫ বছরের সবচেয়ে ভয়াবহ মুদ্রা সংকটের মুখোমুখি হয়েছিল তুরস্ক। লিরার (তুরস্কের মুদ্রা) অবমূল্যায়ন এখনো অব্যাহত। এ বছর ডলারের বিপরীতে লিরার বিনিময় হার প্রায় ৩৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। খাবার, ইউটিলিটি ও বাসা ভাড়ার মূল্য আকাশচুম্বী, যা বহন করা বেশির ভাগ তুর্কি পরিবারের জন্য কঠিন।

তবে মজুরি বাড়ানোর কারণে মূল্যস্ফীতি আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসে মূল্যস্ফীতি ৬২ শতাংশে উন্নীত হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাস দিয়েছিল, মে মাসে মূল্যস্ফীতি ৭০ শতাংশ থাকবে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সুদহার আরো বাড়াতে পারে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না