একইসঙ্গে সংস্থাটি বলেছে, উত্তর গোলার্ধ করোনাভাইরাস মোকাবেলায় কঠিন সময় পার করছে।
সংস্থা প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বলেন, পরবর্তী কয়েক মাস খুবই কঠিন সময় যাবে। কয়েকটি দেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে।
এছাড়া বিশ্বের বহু দেশে করোনাভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে উল্লেখ করে তিনি নেতৃবৃন্দের প্রতি করোনা সংক্রমণজনিত মৃত্যু ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
গত বছর ডিসেম্বরে চীনের উহানে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর এ পর্যন্ত বিশ্বে প্রায় চার কোটি ২০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন অন্তত ১১ লাখ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ প্রযুক্তিগত বিষয়আশয়ের নেতৃত্বে দেয়া মারিয়া ভ্যান কারকোভ বলেন, ইউরোপের পরিস্থিতি খুবই হতাশাজনক। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণের অর্ধেকটাই ঘটেছে এই মহাদেশে।