বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বোর্ড সভায় উপস্থিত ছিলেন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, আহমেদ জামাল, নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
বোর্ড সভাসূত্র জানায়, ব্যাংকের সাইবার সিকিউরিটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। নিরাপত্তা শক্তিশালি করতে সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে ব্যাংকগুলোকে সচেতন করা হবে। উল্লেখ্য, অর্থ লুটের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে হামলার চেষ্টা চালাচ্ছে হ্যাকার গ্রুপ বিগল বয়েজ।
বাংলাদেশেও গ্রুপটির হামলা চেষ্টার বিষয়ে গত ২৭ আগস্ট সতর্কবার্তা জারি করে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ওই সতর্কবার্তা জারি করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারির পর ব্যাংকগুলো সাইবার হামলা ঠেকাতে নানা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি অনলাইন ও এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবা সীমিত করে ব্যাংকগুলো।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি নতুন করে তিনটি ব্যাংককে নীতিগত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক তিনটি হলো- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক। খোঁজ নিয়ে জানা গেছে, সিটিজেন ব্যাংক পেতে আবেদন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। গত ১৮ এপ্রিল মৃত্যু বরণ করেন তিনি।