খেত থেকে দ্রুত ইঁদুর তাড়ানো না গেলে বা নিধন করা সম্ভব না হলে আসন্ন আমন মৌসুমে ফসলহানীর আশঙ্কা করছেন কৃষকরা।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি রোপা আমন মৌসুমে প্রায় সাড়ে ৭১ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে রোপা আমন ধান। দেশের অন্যান্য অঞ্চল বন্যা কবলিত হলেও জয়পুরহাট ছিল বরাবরের মতোই নিরাপদ।
এছাড়া রোগ-বালাই ও পোকা-মাকড়ের আক্রমণও তেমন নেই বলে আমন ধানের বাম্পার ফলনের দিন গুনছিলেন কৃষকরা। কোনো কোনো খেতে ধান গাছের পেটে রয়েছে থোড় ধান, কোনো খেতে দেখা দিয়েছে দুধের মতো কচি ও নরম ধান, আবার কোনো খেতের ধান কাঁচা-পাকা। এই ধানগুলো খাওয়ার জন্য ইঁদুররা প্রতি রাতে হানা দেয় ধানখেতগুলোতে।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ইঁদুর অতি চালাক প্রাণী বলে এর নিধন এখনও সম্ভব হয়নি। তবে ইঁদুরের আক্রমণ থেকে আমন ধানখেত রক্ষা করতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘চলতি মৌসুমে রোপা আমন ধানের মধ্যে শতকরা ৪৫ ভাগ ধানখেতে কাঁচা ধান দেখা যাচ্ছে। এ অবস্থায় ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। ইঁদুর যা খায় তার চেয়ে শতকরা ৯০ ভাগই নষ্ট করে, এ অবস্থায় ধানক্ষেতগুলোতে ইঁদুর মারার জন্য বিষটোপ ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া আগামী ৬ নভেম্বর পর্যন্ত ইঁদুর নিধন কর্মসূচিও চলবে।’