তিনি টুইটারে লিখেছেন, আমার সঙ্গে দেখা হয়েছিল- এমন একজন কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে আমি সুস্থ আছি এবং আমার কোনো লক্ষণ নেই। ডব্লিওএইচও’র প্রোটোকল অনুযায়ী আগামী কয়েকদিন আমি সেল্ফ কোয়ারেন্টিন পালন করবো। আর এখন আমি বাড়িতে থেকেই কাজ করবো।
৫৫ বছর বয়সী ইথিওপিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে রয়েছেন। গত বছরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত কভিড-১৯ বিশ্বজুড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ও ৪ কোটি ৬০ লাখেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে।
গেব্রেইসাস বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই আমরা কভিড-১৯ এর সংক্রমণ রোধ করতে পারি, ভাইরাস দমন করতে পারি ও স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত করতে পারি।
মহামারীর প্রথম থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকলকে ঘন ঘন হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজার রাখার বিষয়ে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে আসছে। এছাড়া সংস্থাটি পরীক্ষার বিস্তৃতি বাড়ানো, সংক্রমিত লোকদের সন্ধ্যান, পৃথকীকরণ, যত্ন, তাদের সংস্পর্শে আসাদের সন্ধ্যান ও তাদের কোয়ারেন্টিন করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানায়।