ব্যাংকে তথ্য দিতে এমডির অনুপস্থিতিতে সই করতে পারবে ২ কর্মকর্তা

ব্যাংকে তথ্য দিতে এমডির অনুপস্থিতিতে সই করতে পারবে ২ কর্মকর্তা
দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলো দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও চাহিদার আলোকে বিভিন্ন তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হয়। এসব তথ্য সংবলিত কাগজপত্রে স্বাক্ষর করতে হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি)। তবে এবার থেকে এমডির অনুপস্থিতে বা স্বাক্ষর করতে না পারলে পরের ধাপের মর্যাদাসম্পন্ন দুজন কর্মকর্তাকে স্বাক্ষর করতে বলা হয়েছে। এরপর প্রতিবেদন জমা দিতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

সার্কুলারে বলা হয়, অনেক সাময় দেখা যায়- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছুটিতে, ঢাকার বাইরে এমনকি দেশের বাইরেও অবস্থান করেন। এই বিষয়ে দেশে আলোচনা হয়- এমন সময়ে কাগজপত্র সঠিক সময়ে জমা দিতে নীতিমালায় পরিবর্তন না আনলে কেন্দ্রীয় ব্যাংকে সঠিক সময়ে তথ্য পাঠানো সম্ভব হয় না।

সার্কুলারে আরও বলা হয়, তথ্য জমাদানের অন্যান্য শর্তাবলী ঠিকই থাকবে। তবে ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরেই কেন্দ্রীয় ব্যাংকে তথ্য জমা দিতে হবে শুধু যৌক্তিক কারণে ব্যবস্থাপনা পরিচালকের পরের ধাপের দুজন কর্মকর্তার স্বাক্ষর গ্রহণযোগ্য হবে। কিন্তু অন্যান্য প্রতিবেদন যেমন বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলে অবশ্যই ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর থাকতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটি অনুসরণ করতে নির্দেশ দেয়া হয়

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি