মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।
সার্কুলারে বলা হয়, অনেক সাময় দেখা যায়- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছুটিতে, ঢাকার বাইরে এমনকি দেশের বাইরেও অবস্থান করেন। এই বিষয়ে দেশে আলোচনা হয়- এমন সময়ে কাগজপত্র সঠিক সময়ে জমা দিতে নীতিমালায় পরিবর্তন না আনলে কেন্দ্রীয় ব্যাংকে সঠিক সময়ে তথ্য পাঠানো সম্ভব হয় না।
সার্কুলারে আরও বলা হয়, তথ্য জমাদানের অন্যান্য শর্তাবলী ঠিকই থাকবে। তবে ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরেই কেন্দ্রীয় ব্যাংকে তথ্য জমা দিতে হবে শুধু যৌক্তিক কারণে ব্যবস্থাপনা পরিচালকের পরের ধাপের দুজন কর্মকর্তার স্বাক্ষর গ্রহণযোগ্য হবে। কিন্তু অন্যান্য প্রতিবেদন যেমন বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলে অবশ্যই ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর থাকতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটি অনুসরণ করতে নির্দেশ দেয়া হয়