‘রিভিউ অব ম্যারিটাইম ট্রান্সপোর্ট ২০২০’ শীর্ষক প্রতিবেদনটিতে সতর্ক করে বলা হয়, দ্বিতীয় দফায় করোনা মহামারি বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়ছে। এতে সরবরাহব্যবস্থা ও অর্থনীতি আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়েছে জাহাজ নেটওয়ার্ক ও বন্দরগুলোতে। ফলে স্বল্প সময়ে এ সংকট থেকে পরিত্রাণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আশা করা যায়, ২০২১ সালে প্রবৃদ্ধিতে ফিরবে এ খাত। বিশ্বজুড়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে তখন নৌবাণিজ্যে প্রবৃদ্ধি আসবে ৪.৮ শতাংশ।
আংকটাডের মহাসচিব মুখিশা কিতুই বলেন, ‘করোনা মহামারি থেকে টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারে সামনের সারিতে থাকবে জাহাজশিল্প। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় গতি ফিরিয়ে আনতে এ খাতই মূল ভূমিকা পালন করবে। ইতিপূর্বে আরেক প্রতিবেদনে আংকটাড জানায়, করোনা মহামারির কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাণিজ্য কমেছে ৫ শতাংশ। এক বছর আগের একই সময়ের তুলনায় এ অবনতি।