ইমরান খান বলেছেন, ‘ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য চাপের মুখে রয়েছি আমরা। কিন্তু ফিলিস্তিন সংকট সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই পথে হাঁটবো না’।
ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে তিনি ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য কোন দেশগুলো চাপ দিচ্ছে সেসব দেশ সম্পর্কে কিছু জানাননি ইমরান। প্রধানমন্ত্রী ইমরান বলেন, ‘এসব দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক এমনটা আমরা চাই না।’
ফিলিস্তিনিদের দাবি আদায়ে ইমরান খান সব সময়ই সোচ্চার। প্রায় সময় তাদের পক্ষে কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রতি তিনি বলেন, ‘পাকিস্তান কখনও ইসরাইলকে স্বীকৃতি দেবে না।’
অর্থসংবাদ/এসএ