নভেল করোনাভাইরাস সংক্রমিত ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গত মাসের শেষের দিকে নতুন করে লকডাউন আরোপ করে ফরাসি সরকার। তবে এবারের লকডাউনের বিধিনিষেধ আগেরবারের মতো অতটা কঠোর নয়। এ কারণে ইনসি ধারণা করছে, অর্থনীতিতে এর প্রভাবও হবে আগেরবারের তুলনায় কিছুটা কম।
সংস্থাটি বলেছে, এপ্রিলে যদি অর্থনৈতিক কার্যক্রম মহামারীপূর্ব সময়ের চেয়ে ৩০ শতাংশ সংকুচিত হয়ে থাকে, তবে নভেম্বরে এ হার ১৩ শতাংশের আশেপাশে থাকবে বলে আশা করা যায়। তবে রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকায় চলতি মাসে এসব খাতের কার্যক্রমে ৬০ শতাংশ পতন দেখা যেতে পারে। আলোচ্য সময়ে বিনোদন খাতের কার্যক্রমে ৪০ শতাংশ সংকোচনের পূর্বাভাস জানিয়েছে ইনসি।
পরিস্থিতিতে উন্নতি হওয়া সাপেক্ষে আগামী ডিসেম্বরের শুরুর দিকেই লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা রয়েছে ফ্রান্সের। এমনটি হলে চতুর্থ প্রান্তিকে দেশটির জিডিপি সংকোচন ২ দশমিক ৫ শতাংশের মধ্যেই সীমিত থাকবে বলে আশা করছে ইনসি। আর যদি পুরো ডিসেম্বর লকডাউন চলে, তবে অর্থনৈতিক পতনের হার ৬ শতাংশে গিয়ে ঠেকতে পারে বলে মনে করছে তারা।
অর্থসংবাদ/ এমএস/১৯: ১৬/ ১১: ১৯: ২০২০