অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাজ্য, বাড়বে না সরকারি কর্মচারীদের বেতন

অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাজ্য, বাড়বে না সরকারি কর্মচারীদের বেতন
কোভিড-১৯ সংকটের কারণে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতি এখন বড় ধরণের বিপর্যয়ের সামনে দাড়িয়ে আছে। এর বিকল্প নয় যুক্তরাজ্যেও। প্রতিটি দেশের মতই অর্থায়নের ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে যুক্তরাজ্যে। তা মোকাবিলা করার প্রচেষ্টা হিসেবে আগামী বছর লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন বাড়বে না দেশটি। চ্যান্সেলর ঋষি সুনাক আগামী সপ্তাহে সরকারি ব্যয় পর্যালোচনায় এই পদক্ষেপের ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

নতুন এই ঘোষণা এলে দেশটির প্রায় ৫৫ লাখ সরকারি কর্মীর বেতন আগামী বছর থেকে স্থবির হয়ে যাবে। তবে মহামারির এই সময়ে চিকিৎসক, নার্স এবং অন্য এনএইচএস কর্মীরা কাজের স্বীকৃতি হিসেবে এই বেতন স্থবিরতার অন্তর্ভুক্ত হবে না। ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অবশ্য এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে ট্রেড ইউনিয়নগুলো। তারা বলছে, ইতিমধ্যে মহামারির কারণে সরকারি কর্মচারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বিভিন্ন খাতে তাঁদের জন্য ব্যয় সংকোচন করা হয়েছে।

করোনাভাইরাসের এই সময়ে অর্থনীতির সহায়তায় ভারী ব্যয় অব্যাহত রাখায় গত অক্টোবর মাসে দেশটিতে সরকারি ঋণের পরিমাণ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

অর্থসংবাদ/ এমএস/ ১৫: ১৫/ ১১: ২১: ২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না