এক্ষেত্রে বৃহৎ করপোরেট, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান বলতে বোঝানো হচ্ছে সেই শিল্পগোষ্ঠীকে, যাদের মোট সম্পদের পরিমাণ ৫০ হাজার কোটি রুপি বা তার বেশি এবং যেখানে ওই শিল্পগোষ্ঠীর নন ফাইন্যান্সিয়াল বিজনেস মোট আয়ের মোট সম্পত্তির ৪০ শতাংশের বেশি। ওয়ার্কিং গ্রুপ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, রিজার্ভ ব্যাংক সদা সতর্ক ঝুঁকি, শাসন ইত্যাদি সম্পর্কে এবং স্বার্থগত সংঘাত এমন ইস্যু নিয়ে তারা সতর্ক।
রিপোর্টে তারা আরও উল্লেখ করেছে, বড় সংস্থাকে অনুমোদন দেয়া হলে ঋণ দেয়ার ক্ষেত্রে বিভ্রান্তি ঝুঁকি থাকবে, অপ্রতিযোগিতামূলক অবস্থা ইত্যাদি। যে করপোরেট ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলো এ সুবিধা গ্রহণ করতে পারে, তার মধ্যে রয়েছে বাজাজ ফাইনসার্ভ, এমঅ্যান্ডএম ফাইন্যান্স, টাটা ক্যাপিটাল, এলঅ্যান্ডটি ফাইন্যান্সিয়াল হোল্ডিংস, আদিত্য বিড়লা ক্যাপিটাল, শ্রীরাম ট্রান্সপোর্ট।
অর্থসংবাদ/ এমএস/১০:২৭/ ১১: ২৩: ২০২০