বিখ্যাত মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ সমীক্ষায় পাওয়া তথ্যমতে, আমেরিকার ৬০ শতাংশ মানুষ টিকা গ্রহণের জন্য প্রস্তুত। অন্যদের মধ্যে সংশয় কাজ করছে। দ্রুত এ টিকা উৎপাদন করা হয়েছে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে লোকজনের মধ্যে উৎকণ্ঠা রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে টিকা নিয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলে আসছিলেন দ্রুত টিকা আসবে। এমন দাবি তিনি এপ্রিল মাসেই করেছেন।