ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত টিকা দিয়ে পুরো কার্যক্রম এগিয়ে নেবে যুক্তরাজ্য। এরই মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) আট লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে ফাইজার। এ টিকা করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির।
৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগের কার্যক্রম শুরুর বিষয়ে এনএইচএস সার্ভিস প্রোভাইডার ক্রিস হপসন বলেন, মঙ্গলবার সেই কাঙ্ক্ষিত দিন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার দিন এটি।
প্রাথমিকভাবে ওয়েলস ও স্কটল্যান্ড থেকে বিস্তৃত পরিসরে করোনার টিকা প্রয়োগের কর্মসূচি শুরু হবে। পরবর্তী সময়ে তা পুরো যুক্তরাজ্যে ছড়িয়ে দেয়া হবে। দেশটিতে শুরুতে করোনার বিরুদ্ধে লড়াইরত ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেয়া হবে। প্রথম টিকা নেয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।