১০০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে যাবে ১০ বছরে

১০০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে যাবে ১০ বছরে
করোনাভাইরাস মহামারীর কারণে আগামী ১০ বছরে বিশ্বে ২০ কোটি ৭০ লাখ মানুষ চরম দরিদ্রের কাতারে চলে যাবে। আর মোট দারিদ্র্যসীমার নিচে চলে যাবে ১০০ কোটি মানুষ। এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য দিয়ে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনডিপি।

বিশ্বজুড়ে যখন সবাই করোনার ভ্যাকসিন চলে আসা নিয়ে উচ্ছ্বসিত, তখন ইউএনডিপি বলছে, আগামী এক দশকে ব্যাপক হারে দেখা যাবে করোনার প্রভাব। এতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ।

আগামী এক দশকে মহামারীর প্রভাব কী হবে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর করোনার প্রভাবসহ ভাইরাসটি বহুমুখি ক্ষয়ক্ষতি কেমন হবে- এসব নিয়ে ইউএনডিপির অনুসন্ধানী এক প্রতিবেদনে দারিদ্র্য সংক্রান্ত এসব তথ্য উঠে আসে।

বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে মহামারী। আর্থিক অগ্রগতি থমকে গেছে এই ভাইরাসের প্রকোপে। কাজ হারিয়েছেন বহু মানুষ। নতুন কর্মসংস্থান হচ্ছে না। ফলে দেশগুলোর আর্থিক বৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনযাপনের মানোন্নয়ন থমকে রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়- মহামারীর প্রভাব হয় সুদূরপ্রসারী। বিশ্বজুড়ে শোচনীয় পরিস্থিতি তৈরি করবে এই মহামারী। পুরুষের তুলনায় নারীর পরিস্থিতি বেশি খারাপ হবে।

আগামী দশকে ১০ কোটি ২০ লাখ নারী দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন। এর ফলে বিশ্বজুড়ে পাচারসহ নারীদের বিরুদ্ধে অপরাধ আরও বেড়ে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস আসার পর যেভাবে দ্রুত টিকা তৈরিতে এগিয়ে এসেছে বিশ্ব, তাতে যে কোনো রোগকে হয়তো হারিয়ে দেয়ার সক্ষমতা অর্জন করবে বিশ্ব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না