এ বছর বায়োএনটেকের শেয়ারের দাম বেড়েছে ২৫০ শতাংশ। চলতি সপ্তাহে বেড়েছে ৮ শতাংশ। এতে উগার শাহিনের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে তিনি এখন ৪৯৩তম স্থানে।
যুক্তরাজ্যে আজ থেকে এই টিকা প্রয়োগ শুরু হয়েছে। পশ্চিমের প্রথম দেশ হিসেবে তারাই এই টিকা প্রথম প্রয়োগ করছে। স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর্মীরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে প্রথমে এই টিকা পাবেন। তবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও ইউরোপীয় ইউনিয়ন এখনো এই টিকার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।
এ বছর বায়োএনটেকের শেয়ারের দাম বেড়েছে ২৫০ শতাংশ। চলতি সপ্তাহে বেড়েছে ৮ শতাংশ। এতে উগার শাহিনের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে তিনি এখন ৪৯৩তম স্থানে জার্মান কোম্পানি বায়োএনটেক গত বছর ক্যানসারের ওষুধ তৈরিতে কাজ করছিল। কিন্তু বছরের শুরুতে চীনের উহান থেকে ঘুরে আসা এক পরিবারের কোভিডে আক্রান্ত হওয়ার খবর শুনে উগার শাহিন ও তাঁর স্ত্রী ওজলেম তুরসেই মনোযোগ এ দিকে সরিয়ে আনেন।
তুর্কি বংশোদ্ভূত উগার শাহিন জার্মান এক কোম্পানির একমাত্র শেয়ারহোল্ডার। বায়োএনটেকে সেই কোম্পানির অংশীদারি ১৮ শতাংশ। বায়োএনটেক আবার গত বছর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নিবন্ধিত হয়ে ১৫ কোটি ডলার তুলেছে। এদিকে বায়োএনটেকের প্রতিদ্বন্দ্বী কোম্পানি মডার্নাও টিকার দৌড়ে শামিল আছে। তাদের টিকাও ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে।