ইউএনএইচসিআর জানায়, তাদের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে নতুন করে অনেক মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ফলে এই সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। এ বছরের প্রথমে সিরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মোজাম্বিক, সোমালিয়া এবং ইয়েমেনে নতুন করে মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া আফ্রিকার মধ্য অঞ্চলে ধর্ষণ ও নির্যাতনের কারণে নতুন করে আরো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।
ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, গত দশকে বাবাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হলেও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সুরক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। আমরা এখন আরো একটি লজ্জাজনক মাইলফলক অতিক্রম করছি। বিশ্বে যুদ্ধ বন্ধ না করা অবধি এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সূত্র: আলজাজিরা।