পাকিস্তান সৌদি আরবের বাকি অর্থ পরিশোধ করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে। চীন থেকে বাণিজ্যিক ঋণ নিতে চায় পাকিস্তান। চীন যদি পাকিস্তানকে এ ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ।
সৌদি আরবের এ অর্থ আগামী মাসের মধ্যে পাকিস্তানকে পরিশোধ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচেয়ে বড় মিত্র দেশ।
সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনো পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করেনি। সম্প্রতি ইসরাইলকে স্বীকৃতি দিতে মার্কিন প্রভাবে সৌদি আরব চাপ দিতে থাকে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান অস্বীকৃতি জানালে চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব ঋণের ৩৩০ কোটি ডলার ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।