শতাধিক কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

শতাধিক কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র
শতাধিক চীনা ও রাশিয়ান কোম্পানির ওপর রফতানি নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এখন সেই কালো তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছে কোনো বিশেষায়িত পণ্য পাঠাতে হলে যুক্তরাষ্ট্রের রফতানিকারকদের বিশেষ লাইসেন্সের প্রয়োজন হবে।

যুক্তরাষ্ট্রের করা এ তালিকায় ব্যাপকসংখ্যক চীনা মহাকাশ সংস্থার নাম রয়েছে। পাশাপাশি রাশিয়ার বিদেশী গোয়েন্দা সংস্থাগুলোও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। এটি মূলত ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগে চীনের ওপর বিস্তৃত চাপ তৈরির যে কৌশল তারই অংশ। বেশকিছু সংবেদনশীল ইস্যুতে কয়েক বছর ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়র মাঝে সম্পর্ক উত্তপ্ত হয়ে আছে।

নভেল করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব শুরুর পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে দায়ী করে আসছে। যেখানে তার প্রশাসন হংকংয়ের ওপর নতুন জাতীয় সুরক্ষা আইন চাপানো নিয়ে সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।

সামরিকভাবে সম্পৃক্ত থাকা সম্ভাব্য কোম্পানিগুলো কালো তালিকাভুক্ত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরেও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে মার্কিন সরকার।

গত শুক্রবারও এক ডজন চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র, এবারের তালিকায় দেশটির শীর্ষস্থানীয় চিপ প্রস্তুতকারক কোম্পানি এসএমআইসি এবং চীনা ড্রোন প্রস্তুতকারক ডিজিআইও রয়েছে। সূত্র এএফপি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া