বিজনেস ইনসাইডারের খবরে জানা গেছে, কোম্পানিটি ইতিমধ্যে বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। কোম্পানিটির বাজারমূল্য এখন ৫৫০ কোটি ডলার। ঋণের স্থিতি আমলে নেওয়ার পরই এমজিএমের মূল্য এতটা দাঁড়ায়।
অনেক জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিয়াল প্রযোজনা বা বাজারজাত করেছে এমজিএম। এর মধ্যে আছে ‘লিগ্যালি ব্লন্ড’ ও ‘আ স্টার ইজ বর্ন’-এর মতো জনপ্রিয় সব নাম। এতে কোম্পানিটির বাজারমূল্য আরও বেড়ে যাবে বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে ‘জেমস বন্ড’ চলচ্চিত্রের জন্য এমজিএম সবচেয়ে বিখ্যাত। ‘জেমস বন্ড’ চলচ্চিত্র তারা অবশ্য একা প্রযোজনা করেনি, তাদের সঙ্গে হোল্ডিং কোম্পানি ডানজাকও ছিল। সম্প্রতি তারা স্ট্রিমিং সেবা এপিক্সও চালু করেছিল।
অনেক জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিয়াল প্রযোজনা বা বাজারজাত করেছে এমজিএম। এর মধ্যে আছে ‘লিগ্যালি ব্লন্ড’ ও ‘আ স্টার ইজ বর্ন’-এর মতো জনপ্রিয় সব নাম। এতে কোম্পানিটির বাজারমূল্য আরও বেড়ে যাবে বলে মনে করেন বিশ্লেষকেরা।
এমজিএম আশা করছে, শুধু হলিউডের পরিচিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোই নয়, আরও অনেক কোম্পানিই তাদের ব্যাপারে আগ্রহ দেখাবে। তবে বিজনেস ইনসাইডার এ ব্যাপারে এমজিএমের মন্তব্য জানতে চাইলে রাজি হয়নি তারা।