বিশ্বের বিভিন্ন দেশ অন্তত ১৩ ট্রিলিয়ন ডলার খরচ করেছে কোভিড নাইনটিন ভাইরাস মোকাবিলার পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে। এমন খবর প্রকাশ করেছে জাপানের নিক্কেই সংবাদপত্র।
এরমধ্যে যুক্তরাষ্ট্র চলতি মাসেই ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা ঘোষণা করেছে। শীর্ষ অর্থনীতির দেশগুলোর মাথাপিছু ঋণ আকাশ ছুঁয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ সালে বিশ্বের মোট ঋণ জিডিপি প্রবৃদ্ধির ১২৫ শতাংশে পৌঁছাবে।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতি সাড়ে ৫ শতাংশের ওপরে সংকুচিত হবে, নতুন করে মন্দায় পড়বে অনেক দেশ।
জাতিসংঘের মতে, করোনা মহামারির কারণে ২০৩০ সালে বিশ্বে অতি দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়াবে ১শ' কোটি।