নেদারল্যান্ডসের অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী কোরা ভ্যান নিওহেজিন বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করতে পেরে নেদারল্যান্ডস আনন্দিত। এখনই সময় উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত এবং আমাদের পৃথিবীকে বাসযোগ্য রাখতে উপযুক্ত উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা। জলবায়ু সমস্যা সমাধানে এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতে আমরা বিশ্ব নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
আয়োজকরা জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতিবৃষ্টি ও খরাসহ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ সাধারণ মানুষ কিভাবে মোকাবিলা করবে এবং এর সমাধান কিভাবে করা যায়, এসব বিষয় নিয়েই আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট-২০২১’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সম্মেলনের আয়োজক দেশ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট এবং অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী কোরা ভ্যান নিওহেজিনের সঙ্গে বিশ্ব নেতারা সম্মেলনে আলোচনায় অংশ নেবেন। বিশ্বব্যাপী শহরগুলোতে কীভাবে পরিবর্তিত জলবায়ু সমস্যা খাপ খাওয়ানো যায়, কৃষি উৎপাদন কীভাবে ঠিক রাখা যায় এবং উপকূলীয় নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, সম্মেলনে বিশ্ব নেতারা এই বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অর্থ বিনিয়োগও নিয়েও সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।