যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে এক ব্যক্তির দেহে করোনার এই নতুন ধরন শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। তাঁর বয়স প্রায় ২০। তাঁর সাম্প্রতিক ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।
অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, করোনার নতুন ধরনে সংক্রমিত রোগীর সান্নিধ্যে কারা কারা এসেছিলেন, তাঁদের শনাক্তে তাঁরা কাজ করছেন। এ ছাড়া আরও কেউ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তা তাঁরা যাচাই করে দেখছেন।
করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। দেশটি প্রায় সপ্তাহ দুয়েক আগে করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের তথ্য জানায়। যুক্তরাজ্যের বাইরে বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে করোনার নতুন ধরন ছড়িয়েছে।