যুক্তরাষ্ট্রে প্রথম করোনার নতুন ধরন শনাক্ত

যুক্তরাষ্ট্রে প্রথম করোনার নতুন ধরন শনাক্ত
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের উচ্চ সংক্রামক ধরন শনাক্ত হয়েছে। দেশটিতে এই প্রথম করোনার নতুন ধরনে সংক্রমিত কোনো রোগী শনাক্ত হলো। বুধবার (৩০ ডিসেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে এক ব্যক্তির দেহে করোনার এই নতুন ধরন শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। তাঁর বয়স প্রায় ২০। তাঁর সাম্প্রতিক ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।

অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, করোনার নতুন ধরনে সংক্রমিত রোগীর সান্নিধ্যে কারা কারা এসেছিলেন, তাঁদের শনাক্তে তাঁরা কাজ করছেন। এ ছাড়া আরও কেউ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন কি না, তা তাঁরা যাচাই করে দেখছেন।

করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। দেশটি প্রায় সপ্তাহ দুয়েক আগে করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের তথ্য জানায়। যুক্তরাজ্যের বাইরে বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে করোনার নতুন ধরন ছড়িয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া