সূত্র মতে, কোম্পানিগুলোর ১ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৯৮৭টি শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার টাকার জিবিবি পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।
এছাড়া একটিভ ফাইনের ৭ লাখ ৩৫ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১১ লাখ ৩৭ হাজার টাকার, বিডি থাইয়ের ২৭ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকোর ২৫ লাখ ৭৯ হাজার টাকার, ডিবিএইচের ১ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৩ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৮ লাখ ৯০ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৮৮১ লাখ ৭৩ হাজার টাকার, লিনডে বিডির ১৮ লাখ ৪৪ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৯ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৮ লঅখ ১০ হাজার টাকার, নাভানা সিএনজির ৭ লাখ ৬৪ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৮ লাখ ২৫ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৭৫ লাখ ৬৮ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ২১ লাখ ২০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৬৩ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইভ ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৫৪ হাজার টাকার, রেনেটার ৩৪ লাখ ৬২ হাজার টাকার, রবি আজিয়াটার ৩৯ লাখ ৫১ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৩ লাখ ৫০ হাজার টাকার এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।