সূত্র মতে, কোম্পানিগুলোর ৭৮ লাখ ৫ হাজার ৮৬৮টি শেয়ার ৭৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলের ৪২ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৯৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার টাকার বেক্সিমকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের।
এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮২ লাখ ৩৭ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকার, বিডি থাইয়ের ২৯ লাখ টাকার, বিকন ফার্মার ৫ লাখ ২৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৩ লাখ ৩৩ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫ লাখ ৩ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৪৯ লাখ ৬০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার, ডিবিএইচের ৩২ লাখ ৩৪ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ১ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ৫২ লাখ ২৩ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকার, গোল্ডেন সনের ৫ লাখ ৭ হাজার টাকার, আইডিএলসির ১৬ লাখ ৪ হাজার টাকার, যমুনা অয়েলের ২৭ লাখ ৬১ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৩৯ লাখ ৩১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৯ লাখ ৪৪ হাজার টাকার, লিগ্যাসির ১০ লাখ টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৭৯ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ ২০ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৯ লাখ ৩১ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৫ লাখ ৫০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৩৪ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১২ লাখ টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৮ হাজার টাকার এবং সিঙ্গার বিডির ৪৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।